করোনার আতঙ্ক ! রাস্তায় অজ্ঞান ব‍্যক্তির পাশে এগিয়ে এলেন না কেউ : মারা গেলেন তিনি

19th July 2020 5:43 pm অনান‍্য
করোনার আতঙ্ক ! রাস্তায় অজ্ঞান ব‍্যক্তির পাশে এগিয়ে এলেন না কেউ : মারা গেলেন তিনি


নিজস্ব সংবাদদাতা ( পুরুলিয়া ) : রাস্তায় পড়ে থেকে মারা গেলেন এক শ্রমিক । এই চরম অমানবিকতা দেখা গেল পুরুলিয়া শহরে । জেলা সদরের পি এন ঘোষ ষ্ট্রীটে রাস্তার উপর পড়ে থাকতে দেখা যায় এক মাঝবয়সী ব্যাক্তিকে। করোনা আক্রান্ত হতে পারেন ওই ব্যাক্তি, এমন সন্দেহে তাকে কেউ রাস্তা থেকে সরাননি পর্যন্ত। খবর পেয়ে পুরুলিয়া সদর থানার পুলিশ ঘটনস্থলে এসে ওই ব্যাক্তিকে উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । ওই ব্যাক্তির কোন পরিচয় এখনও উদ্ধার হয়নি। তবে এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে , প্রায়ই এখানে কাজের সন্ধানে আসতেন ওই ব্যক্তি। এদিনও আসেন। অসুস্থ বোধ করায় এক জায়গায় কিছুক্ষণ বসেন। তখন তাকে জল বিস্কুট দেওয়া হয়। এরপর হঠাৎই রাস্তার উপর অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। করোনার আতঙ্কে কেউ আর তার কাছে যায় নি !  পরিনতি মৃত‍্যু হল ওই ব‍্যক্তির । প্রাথমিকভাবে জল বা শুশ্রূষা পেলে হয়তো বা বেঁচে থাকতে পারতেন । কিন্তু করোনা হতে পারে এই ভয়ে সাহায‍্য করার জন‍্য এগিয়ে এলেন না কেউ ।





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।